1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে বিএনপির চিঠি

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চার দফা দাবি সম্বলিত একটি চিঠি দিয়েছে বিএনপি।

গত ৩০ এপ্রিল বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামী ৪ মে লন্ডন থেকে দেশে ফিরবেন। তার সঙ্গেই দেশে আসবেন ডা. জোবাইদা রহমান। তিনি ঢাকায় ধানমন্ডিস্থ তার পিতার বাসায় অবস্থান করবেন।

চিঠিতে উল্লেখ করা হয়, “জিয়া পরিবারের সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এ অবস্থায় তার নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।”

চাহিদাকৃত চারটি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে—
১. একজন সশস্ত্র গানম্যান নিয়োগ,
২. গাড়িসহ পুলিশি প্রহরা,
৩. বাসায় সার্বক্ষণিক পুলিশ পাহারা এবং
৪. বাসায় আর্চওয়ে গেট স্থাপন।

উল্লেখ্য, ২০০৮ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান ডা. জোবাইদা রহমান। দীর্ঘদিন ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট