মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি
তুরাগ নদীর উপরে ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গী বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে দশটা থেকে স্থানীয়রা বিক্ষোভ মিছিল সহকারে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ও টঙ্গী বাজার এলাকায় অবস্থান নেয়।
একপর্যায়ে তারা ওই মহাসড়কটি অবরোধ করে রাখে। এতে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে বেলা ১১ টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, বিক্ষোভকারীরা আধা ঘন্টার মতো ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে তাদের বুঝিয়ে মহাসড় থেকে সরিয়ে দেওয়া হয়।
টঙ্গী বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, টঙ্গী বাজার এবং আব্দুল্লাহপুর উত্তরার মধ্যে সংযোগকারী বেইলী ব্রিজ নড়বড়ে হয়ে গিয়েছে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া নিচ দিয়ে কোন যানবাহন চলাচল না করায় টঙ্গী বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই তুরাগ নদীর উপরে একটি স্থায়ী ব্রিজ খুব জরুরী হয়ে পড়েছে।