1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

টাংগাইলে হুফফাজুল কুরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন কালিহাতীর মো. আব্দুর রহমান 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর টাংগাইল সদর উপজেলার উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ের নাজেরা ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক পেয়েছেন মো.আব্দুর রহমান ও তৃতীয় স্থান রৌপ্যপদক পেয়েছেন মো. মোরসা লিন  তারা দুজনেই কালিহাতী উপজেলা পারখী ইউনিয়নের ভিয়াইল মারকাযুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র।কুরআনের প্রতি ভালোবাসা ও অধ্যবসায়ের স্বীকৃতিস্বরূপ তারা স্বর্ণপদক ও রৌপ্যপদক লাভ করেন।

গতকাল (২৩ জুলাই) বুধবার পারখী ইউনিয়নের ভিয়াইল মারকাযুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার পুরস্কার প্রাপ্ত দুজনকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাংগাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, স্থানীয়  জামায়াতে আমীর এস এম কাদের, মাদ্রাসার সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সেক্রেটারি হাফেজ আব্দুল গফুর ও স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক ও অতিথিবৃন্দ।

এ সাফল্যে সংশ্লিষ্ট মাদ্রাসা, শিক্ষক, এবং পরিবার সদস্যরা আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো কালিহাতীর উপজেলার জন্য গর্বের বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট