মোঃ আনিসুর রহমান শেলী
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন করা হয়। ৩ মে শনিবার বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাব প্রাঙ্গনে
এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি কাজী জাকেরুল মওলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার সম্পাদক ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হেমায়েত হোসেন হিমু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক লোককথা পত্রিকার নির্বাহী সম্পাদক রতন সিদ্দিকী, দৈনিক নবচেতনার
জেলা প্রতিনিধি আতোয়ার রহমান, দৈনিক সকালের বার্তা. কমের সম্পাদক আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সাবেক সভাপতি জোবায়েদ মল্লিক বুলবুল,
যুগধারার সম্পাদক হাবিবুর রহমান সরকার, এখন টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ,
দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি, সুমন কুমার রায়,বাংলাভিশন টিভির রনি,বাংলানিউজের তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল সমাচার পত্রিকার সজীব হোসেন,
সাপ্তাহিক সামাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক শুভ সাহা, ব্যবস্থাপনা সম্পাদক শিবলী সাদিক , দৈনিক মজলুমের কন্ঠের সোহেল রানা,দৈনিক নওরোজের বিভাষ কৃষ্ণ চৌধুরী, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার মনির হোসেন, সাংবাদিক শাহিন ও সবুজ প্রমুখ।