স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম নেতৃত্বে ২৯ জানুয়ারি সোমবার রাত ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানাধীন চর চৌহাট গ্রামে এ অভিযান পরিচালনা করে। কমান্ডারের নেতৃত্বে র্যাবের একটি চৌকস টিম ওই এলাকার মোড়ভাঙ্গা একটি ফাকা বাড়িতে থেকে মাদক ব্যবসায়ী আটক করেন। এসময় ধৃত আসামীদের দখলে থাকা ১৪৩৫ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, ০২টি মোটরসাইকেল, ০৭টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ২৬৮৭০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জালাল উদ্দিন, মোঃ সুজন মিয়াসহ মোঃ হৃদয় ভূইয়াকে গ্রেফতার করা হয়।
স্বীকার করে ধৃত আসামীদ্বয়রা জানান, দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা হতে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলাসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।