1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

টিকটকের মোহে হারিয়ে, দুই সন্তানের জননী এখন প্রবাসী প্রেমিকের বাড়িতে!

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:
ভাইরাল ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটক আজ আর কেবল বিনোদনের মাধ্যম নয়; অনেক ক্ষেত্রেই এটি মানুষের জীবনপথ বদলে দিচ্ছে। তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলায়। টিকটকের প্রেমে আকৃষ্ট হয়ে দুই সন্তান ফেলে প্রবাসী প্রেমিকের কাছে চলে গেছেন এক নারী।

ঘটনাটি নোয়াগ্রাম ইউনিয়নের হান্দালা গ্রামে। জানা গেছে, যশোরের শার্শা উপজেলার ৩৫ বছর বয়সী সখি বেগমের সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয় লোহাগড়ার হান্দালা গ্রামের সশুকুর মোল্লার ছেলে, মালয়েশিয়া প্রবাসী ২৫ বছর বয়সী আনিস মোল্লার। তাদের ভার্চুয়াল আলাপ দ্রুতই গভীর প্রেমে রূপ নেয়। শেষ পর্যন্ত সংসার, দুই সন্তান—সবকিছু ফেলে সখি বেগম পাড়ি জমান আনিসের বাড়িতে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

স্থানীয়রা বলছেন, টিকটক এখন যেন জীবনের মোড় ঘোরানোর এক নতুন হাতিয়ার হয়ে উঠেছে। একজন মা তার সন্তানের মমতাকেও অগ্রাহ্য করে টিকটক প্রেমে ঘর ছেড়ে চলে যাওয়ার ঘটনাটি নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে আনিসের পরিবারের সাথে কথা বললে জানা যায়, আনিস সখিকে বাড়িতে রাখতে রাজি হলেও, তার বাবা চান তিনি যেন আগের স্বামীর কাছে ফিরে যান। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় শিক্ষক বলেন, “আমরা ধীরে ধীরে বাস্তব জীবন (Actual life) থেকে সরে ভার্চুয়াল জীবনে প্রবেশ করছি। প্রযুক্তি আমাদের জীবনমান উন্নয়নের জন্য এসেছে, অথচ আমরা এর অপব্যবহার করে সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমাদের পুরোনো সামাজিক ঐক্য ও মূল্যবোধে ফিরে যেতে হবে। যেখানে ব্যক্তি নয়, সমাজের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হতো। প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে মানবিক ও নৈতিক সমাজ গড়ার জন্য এখনই উদ্যোগ নেওয়া জরুরি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট