1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ইলেক্ট্রো মার্ট , কর্মসংস্থান বৃদ্ধি করতে দেশের প্রতিটি জেলা উপজেলায় অথারাইজ সার্ভিস পাটনার নিয়োগ দিচ্ছেন ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

 

আমিনুল হক বাবু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

কারিগরি শিক্ষা বেকারত্বকে দূরীকরণ করতে একটি দেশের জন্য বিশাল ভূমিকা রাখে , তারই ধারাবাহিকতায় বেকার যুবকদের আরও দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই,ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, ইলেক্ট্রো মার্ট শুধু কারিগরি ট্রেনিং দিয়ে ক্ষান্ত হননি , প্রতিটি জেলায় উপজেলায় দক্ষ টেকনিশিয়ানদের অথরাইজ সার্ভিস পাটনার হিসেবে নিয়োগ দিচ্ছেন ,এতে বেকারত্ব কমে যাচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে ।

 

ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড , গ্রী ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়, ১৯৯৮ সালে বাংলাদেশের মার্কেটে আসে এবং সফলতার সাথে সেলস এবং মার্কেটিং শুরু করেন।

এরপর থেকে ২০০৫ সাল থেকে টানা পৃথিবীর ২০৮ দেশে নাম্বার ওয়ান গ্রী ব্র্যান্ড হিসেবে সুনাম এর সাথে স্বীকৃতি পেয়ে আসছে । এতে নতুন সংযোজন হয়েছে আরও বেশ কয়েকটি ব্যান্ড , কনকা ফ্রিজ ,হাইকো ফ্রিজ/এসি , ফ্যান ,মাইক্রোওভেন ,ওয়াশিং মেশিন , আরো বেশ কিছু হোম-অ্যাপ্লান্স ।

 

আজ ২২ আগস্ট , জেনারেল ম্যানেজার সার্ভিস , মোঃ জাকারিয়া মুজিব এবং ডেপুটি জেনারেল ম্যানেজার-সার্ভিস অব:মেজর জাহিদ ও সিনিয়র ম্যানেজার-সার্ভিস মোঃ জাকিউল ইসলাম উপস্থিতিতে বিভিন্ন জেলার পাঁচজনকে অথোরাইজ সার্ভিস পার্টনার নিয়োগ দেন ,

 

 

সিনিয়র ম্যানেজার-সার্ভিস মোঃ জাকিউল ইসলাম বলেন, আজকে আমরা পাঁচজনকে অথোরাইজ সার্ভিস পার্টনার দিয়েছি উল্লেখযোগ্য ,মামুন রেফ্রিজারেশন কে

আজ ২২.০৮.২০২৩ ইং তারিখ হইতে

ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড

ওইলেক্ট্রো মার্ট লিমিটেড

সার্ভিসের অথোরাইজ সার্ভিস সেন্টার হিসেবে অনুমোদন দেয়া হয়েছে।

 

উক্ত সাভিস সেন্টার টি আমাদের পাবনা সার্ভিস সেন্টার এর আওতায় ভুক্ত,উক্ত সার্ভিস সেন্টারের সার্ভিস এরিয়া যথাক্রমে উল্লাপাড়া থানা ,শাহজাদপুর থানা, সিরাজগঞ্জ।

 

তিনি আরো বলেন, যে সব প্রোডাকট গুলি সার্ভিস করবেন যথাক্রমেঃ এসি, ফ্রিজ, ওয়াটার ফিল্টার, ওয়াশিং মেশিন, আয়রন, এয়ার কুলার, সিলিং ফ্যান, ব্লেন্ডার, ওভেন, রাইচ কুকার, ওয়াটার ডিসটেন্সর।আশাকরি সততা ও দক্ষতা দিয়ে আমাদের সার্ভিস পরিচালনা করবেন ইনশাআল্লাহ।

আমরা উক্ত সাভিস সেন্টার থেকে ভালো সার্ভিস আশা করছি। ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড,

ইলেক্ট্রো মার্ট লিমিটেড ।ঠিকানাঃ ৪০৪/১ ডাক্তার ইউনুস আলী খান সড়ক, বিসিক রোড, শাহজাদপুর, সিরাজগঞ্জ।

প্রোপাইটর মো: আমিনুল হক।

সার্ভিস পেতে যোগাযোগ করুন-01712896527

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট