রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেন্সিডিল সহ জেনারুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্যপারপুগী শিবগঞ্জ ডিগ্রী কলেজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই এহসানুল করিম বাদী হয়ে মাদক মামলায় ২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।
আটককৃত জেনারুল ইসলাম (৩২) হরিপুর উপজেলার বনগাঁও তসিরপাড়া এলাকার ফরিজ উদ্দীন ছেলে। অপর আসামি একই উপজেলার বেলডাঙ্গী গ্রামের মৃত তসীর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৫)। তিনি পলাতক রয়েছেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, ২০ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই (নিঃ) এহসানুল কবির বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। মামলায় জেনারুল আটক হলেও অপর আসামি শহিদুল ইসলাম পলাতক রয়েছে। তাকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।