রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে উৎসব মুখোর পরিবেশে চলছে ভোট গ্রহন। জেলার তিনটি আসনের প্রতিটি কেন্দ্রে লাইনে দারিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ব্যালট পেপারে এ ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
তিনটি আসনে মোট ভোটকেন্দ্রর সংখ্যা ৪১৮টি, ৫টি উপজেলা ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত ঠাকুরগাঁও সংসদীয় আসন তিনটি। এই তিনটি আসনের মোট ভোটার ১১,৪৬,৯৪০ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৮৩ হাজার ৬২৩, নারী ৫ লাখ ৬৩ হাজার ৩১৭ এবং হিজড়া ভোটার ৪ জন। ৩টি আসনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর রয়েছে সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যা ব, পুলিশ, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল টিমসহ একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সের টহল ছাড়াও ভোটের মাঠে দায়িত্ব পালন করছেন বিচারিক ম্যাজিস্ট্রেটও।