; ঠাকুরগাঁও প্রতিনিধি:
“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই—লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এ প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সকাল ১০টায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. জামাল হোসেন এবং জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
উদ্বোধনী পর্ব শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত চত্বরে আয়োজিত হয় আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. জামাল হোসেন। বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির (মৃদুল), পিপি মো. আব্দুল হালিম, জিপি মো. সারোয়ার হোসেন ও নারী ও শিশু পিপি মো. এনতাজুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. লুৎফর রহমান।
দিবসের বিশেষ আকর্ষণ ছিল “সেরা প্যানেল আইনজীবী” সম্মাননা প্রদান। এ বছর বিভিন্ন মানদণ্ড বিশ্লেষণে সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন অ্যাডভোকেট নুরুল ইসলাম। তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা ও দায়রা জজ এবং অন্যান্য অতিথিবৃন্দ।
দিবসটি উপলক্ষে জজ আদালত চত্বরে ৬টি তথ্য ও সেবা স্টল বসানো হয়, যেখানে লিগ্যাল এইড সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, আইনজীবী ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।