1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ আটকের পর গ্রেফতার দেখিয়ে বিস্ফোরক মামলায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এ মামলায় শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সাবেক এমপিকে রমেশ চন্দ্র সেনকে আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারিক রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি দায়ের করেন ঠাকুরগাঁও হাজীপাড়ার স্থানীয় বাসিন্দা রিপন নামে এক ব্যক্তি।

পুলিশ জানায়, তিনি অসুস্থ থাকায় রিমান্ড চাওয়া হয়নি পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশের একদল সদস্য সাবেক এপি রমেশ চন্দ্র সেনকে তার নিজ বাসভবন রুহিয়া থেকে আটক করে। তিনি আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।

আটকের সময় রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে পুলিশের ১০-১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হতে পারেন। রমেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু বলেন নি তারা।

অঞ্জলি সেন আরও বলেন, ‘সবার কাছে অস্ত্র ছিল। রমেশকে তারা বলেন, ওঠেন আমাদের সাথে চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছু বলেনি৷’

এ বিষয়ে সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে আটকের ফর গ্রেফতার দেখানো হয়েছে কারণ তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট