1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ঠাকুরগাঁও-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছে

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও-২ আসনে দুইজন পোলিং এজেন্টকে মারধর করে জোর করে বের করে দেয়াসহ প্রকাশ্যে নৌকায় সীল মারা ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে বড় পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৫টি কেন্দ্রে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

রোববার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় জেলা প্রশাসক ও রিটারিং কর্মকর্তা মাহবুবুর রহমান এর কাছে লিখিত অভিযোগ করেন তিনি। এ সময় প্রায় তিনঘন্টা ওই কেন্দ্রগুলোতে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছিলো।
জাল ভোটে প্রদান করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরে বিজিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপিস্থিÍতি ছিল চোখে পড়ার মত।

স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আলী আসলাম জুয়েল অভিযোগ করে বলেন, ভোট দেয়ার মতো কোন পরিবেশ নেই। গণতন্ত্র নেই। নৌকার প্রার্থী মাজহারুল ইসলাম সুজনের সমর্থকরা প্রকাশ্যে নৌকায় সীল মারছে প্রশাসন কিছুই বলছে না। ভোটাররা কেন্দ্রে আসতে পারছে না। তাই লিখিত ভাবে জেলা রিটারিং কর্মকর্তার কাছে পাঁচটি কেন্দ্রে ভোট বর্জনের জানিয়েছি।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও রিটারিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল ৫টি কেন্দ্র ভোট স্থগিতের জন্য একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভোট স্থগিতের সিন্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে এখন ভোট গ্রহণ চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সীমান্ত ঘেষা বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও রাণীশংকৈল উপজেলার আংশিক নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ২৫ জন।

অন্যদিকে ঠাকুরগাঁও-১ আসনে জাতীয় পার্টি রাজিউর রাজি বিকেল তিনটার পর ভোট বর্জনের ঘোষনা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট