রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগনেতা রবিউল ইসলাম রবি।
সোমবার (২০ নভেম্বর ২০২৩)দুপুর ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে
মো মনিরুল হক বাবু
ব্যবস্থাপনা পরিচালক
নূর বিল্ডার্স & রিয়েলষ্টেট লিঃ সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও ৩ আসনের মনোনয়ন ফরম কিনলেন মোঃ রবিউল ইসলাম রবি।
মনোনয়ন ফরম জমা দিয়ে রবিউল ইসলাম রবি বলেন, দীর্ঘ ২৪ বছরও ঠাকুরগাঁও-৩ আসনে জোটের কারণে দলীয় কোন মনোয়ন না পাওয়ায় এই এলাকাটি উন্নয়ন থেকে পিছিয়ে আছে। এই আসনের মানুষ চায় নতুন মুখ। দলের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের জন্যও দীর্ঘদিন কাজ করছি আমি। দল থেকে যদি আমাকে এই আসনের জন্য দলীয় ভাবে মনোনয়ন দেয়া হয় আশা করি ব্যাপক সাড়া পাবো এবং বিপুল ভোটে জিতবো।
এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর ২০২৩।রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জানুয়ারি ২০২৪ ,সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি ২০২৪,রবিবার ।