1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ডাসারে বেবাজিয়ার খালে জেলের হাতে ধরা পড়লো ইলিশ মাছ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

 

ডাসার প্রতিনিধিঃমোঃ তমাল হোসেন

 

মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলায় একটি খাল থেকে ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়লো জেলের জালে।

 

আজ শনিবার বিকেলে উপজেলার পূর্ব ডাসার গ্রামে বেবাজিয়ার খালে (পূর্ব ডাসার সুইজগেট সংলগ্ন) বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাকাই গ্রামের বাসিন্দা ইউসুফ বেপারীর জালে মাছটি ধরা পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইলিশ মাছটি প্রত্যক্ষ করেছি। মাছটি জীবিত ছিলো লাফালাফি করছে।কিন্তু এটি অবাক করার মতো একটি ঘটনা। এই ইলিশ কিভাবে খালের পানিতে এলো।

 

সুইজগেটের পাশের চায়ের দোকানদার সাইদুল ইসলাম বলেন,জালে মাছটি পাওয়ার পর মাছটি আমার দোকানের সামনে অানা হয়।মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমিয়েছিলো।মাছটি জীবিত ছিলো, আমরা হাত দিয়ে মাছটি ধরছি।এবং ইলিশের মাতাল করা ঘ্রাণ পেয়েছি!

 

ইউসুফ বেপারী বলেন,বিকেলে বেসাল বাইতে গিয়ে জাল ফেলার পর অন্যান্য মাছের সাথে এই ইলিশ মাছটি বেসালে ধরা পড়ে।৭৫০গ্রামের এই মাছটি নিজেদের পরিবারের খাবারের জন্য রাখছি।

 

ডাসার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই বলেন,বিষয়টি আশ্চর্য জনক এই ছোট খালে ইলিশ এলো কিভাবে।ভাবনার বিষয়!

 

এ বিষয়ে ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন,নদীর সাথে খালটির সংযোগ থাকার কারণে ইলিশ মাছটি আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট