মুন্সী ফরহাদ হোসেন : মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারী ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মাদারীপুর জেলার ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালন করা হয়েছে।
রাত বারোটা এক মিনিটে প্রভাত ফেরীতে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, ডাসার উপজেলা নির্বাহী অফিসার, শারমিন ইয়াসমিন, ডাসার থানা অফিসার ইনচার্জ, হাসানুজ্জামান, ডাসার উপজেলার কয়েকটি সাংবাদিক সংগঠন, জনপ্রতিনিধি,রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের জনগণ।
পৃথিবীর ইতিহাসে মাতৃভাষা রক্ষার জন্য একমাত্র বাঙালিরাই বুকের তাজা রক্তে লাল পথ রঞ্জিত করে প্রাণ বিসর্জনের মাধ্যমে বিশ্বের বুকে ঐতিহাসিক অধ্যায় রচনা করেছেন ভাষা শহীদ রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত সহ ভাষা সৈনিক আবদুল মতিন, এম এ ওয়াদুদ ( শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনির পিতা) সহ নাম না জানা অসংখ্য ভাষা বীর সৈনিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৮ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে ২১ শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রস্তাব করা হলে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসং কতৃক বাঙালির অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হলে বাঙালির সেই চেতনাই বিশ্বে প্রসারিত হয়। জাতিসংঘের ঘোষণায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এ দিবস ‘১৯৫২ সালের একুশে মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের অভূতপূর্ব আত্মত্যাগের স্বীকৃতি’।
সেই থেকে পাকিস্তান সহ
সারা বিশ্বের সকল দেশের সমস্ত ভাষাভাষীরা ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার ডাসার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশ পালন করা হয়।
মুন্সী ফরহাদ হোসেন