1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ডায়নামিক ওভারসীজ লিমিটেড” এর প্রতারণার ফাঁদে পড়ে কাঁদছে শতাধিক পরিবার 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ডায়নামিক স্টাফিং সার্ভিসেস লিমিটেড ( আরএল-১৩৮৬) নিবন্ধন নং-সি ১৬৭১৯২/২০২০ মালিবাগ ডিআইটি রোডে অবস্থিত একটি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠান পরিচালনায় ইমরান হোসেন কে (চেয়ারম্যান ২৫%) সাজিদ করিম (ডিরেক্টর ৫১%) ও মনয়ারুল ইসলাম (ম্যানেজিং ডিরেক্টর ২৪%) চুক্তিবদ্ধ হইয়া সম্মিলিত ভাবে রমরমা ভাবে ব্যবসা পরিচালনার কাজ শুরু করেন, কিন্তু ব্যাবসা শুরু করার এক বছরের মাথায় শুরু হয়ে যায় ডায়নামিক স্টাফিং সার্ভিসেস ওভারসীজ লিঃ ব্যবস্থাপনা পরিচালক মনয়ারুল ইসলাম মনির (৫২) এবং অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমরান হোসেনের ভয়ংকর প্রতারণা। তারা প্রথমে বিভিন্ন সোর্সিং এর মাধ্যমে বিদেশ গমনে আগ্রহী লোকজনদের খুঁজে বের করে তাদের কে বড় বড় জায়গায় মোটা বেতনের চাকুরীতে পাঠানোর কথা বলে কোন পরিবার কে চিরতরে করেছে সর্বশান্ত আবার অনেক কে বিদেশ পাঠিয়ে দিয়ে ভালো কোম্পানি ভালো বেতনতো দূরের কথা দিনের পর দিন মাসের পর মাস পাশবিক নির্যতান চালিয়ে দেশে ফিরিয়ে নিয়ে আসার কথা বলে পরিবারের নিকট হইতে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। প্রতারণার স্বীকার হয়ে মনয়ারুল এবং ইমরানের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেও বিচার পাননি ভুক্তভোগী অনেক পরিবার। প্রতারণার স্বীকার ঠিক এইরকম একটি ভুক্তভোগী পরিবার ওসমান গনী (৫৫) এই প্রতিবেদককে জানায় আমার ছেলেকে ভালো রাষ্ট্রে ১ লাখ টাকা বেতনে পাঠানোর কথা বলে ভালো কোন রাষ্ট্রে না পাঠিয়ে লেবাননে একটি সীট গলানো কোম্পানিতে মাত্র কয়েক হাজার টাকার বেতনে পাঠায়, প্রচন্ড আগুনের তাপে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে পরে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসি অনেক টাকার বিনিময়ে, এখন আমি নিঃস্ব। ইমরান হোসেন এবং মনির আমাকে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজ অবধি কোন টাকা ফেরত না দিয়ে দিনের পর দিন ঘুরাচ্ছে, আমি তাদের বিচারের দাবি জানাই। তাদের কারণে আমার মতো আর যেন কোন পরিবার নিঃস্ব না হয়। ইমরান ও মনির দ্বারা প্রতারণার স্বীকার আরেক ভুক্তভোগী শিউলি আক্তার (৩৫) প্রতিবেদক কে জানায় ডায়নামিক স্টাফিং সার্ভিস ওভারসীজ ইমরান এবং মনির আমাকে তাদের কোম্পানির ২৪% শেয়ার দিবে বলে আমার নিকট হইতে ১২ লাখ টাকা নেয়, টাকা গ্রহণের পর থেকে পার্টনারশীপ শেয়ারতো দূরের কথা টাকা গ্রহণ না করার অস্বীকৃতি জানাচ্ছে এই দুই প্রতারক। এই টাকার চিন্তা করতে করতে আমি প্রচন্ডভাবে অসুস্থ হয়ে পড়েছি কোথাও দাড়াঁনোর জায়গা নেই আমার এখন মৃত্যুই ভালো। প্রতারণা স্বীকার এইরকম আরও প্রায় শতাধিক পরিবার। শাহাজালাল ( ৩২) নামের একজন ভুক্তভোগী ৭০,০০০ টাকা, রহুল আমীন ( ৩৩) নামের এক ভুক্তভোগী ২৬০,০০০ টাকা, মেহেদী (৪৫) নামের এক ভুক্তভোগী ১,৫০০,০০০ টাকা, সুমন বর্মন নামের ভুক্তভোগী ৭০০০০০ টাকা সহ ভুক্তভোগী শতাধিক

পরিবার সর্বশান্ত হয়ে পথে বসে পড়েছে। ডায়নামিক স্টাফিং সার্ভিস ওভারসীজ নামক এই ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল সহ প্রতিষ্ঠানের মালিক পক্ষ প্রতারক ইমরান এবং মনয়ারুল ইসলাম মনির কে আইনের আওতায় আনা অতীব জরুরী নয়তো তাদের প্রতারণার স্বীকার হয়ে নিঃস্ব ও সর্বশান্ত হয়ে পড়বে অগণিত পরিবার। ইমরান হোসেন ও মনয়ারুল মনিরের সাথে তাদের এ ধরনের কার্যক্রম নিয়ে যোগাযোগ করা হলে তারা বলেন আমাদের উপর মহলে লোক আছে প্রশাসন কে আমরা মাসোয়ারা দিয়ে চলি কোন শক্তি নেই আমাদের কিছু করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট