1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ডিমলায় সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সিলমোহরসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩৫০ বার পড়া হয়েছে

ডিমলা (নীলফমারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় নীলফামারী ও লালমনিরহাট জেলারসহ বিভিন্ন উপজেলার ভুমি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা ও ইউপি চেয়ারম্যানদের মোট ১৬৫টি সিল মোহর, বিভিন্ন মূল্যের ২৮টি স্ট্যাম্প, জাবেদা নকল ৩টি, পাকিস্থানি স্ট্যাম্প, ভারতীয় দলিল ১টি, কালার লিগ্যাল কাগজ ২০ পিচ, দলিল লেখা তরল রাসায়নিক দ্রব্যের ১৮টি বোতল, জাল দলিল নাম খারিজ রেকর্ড তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ডিমলা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে ৫ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম (৫২), উত্তর তিতপাড়া গ্রামের নছিমুদ্দিনের পুত্র রফিকুল ইসলাম ভুট্টু (৫০), খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে নুর হক স্বপন(৩৪), খালিশাচাপানী গ্রামের জতিষ চন্দ্র রায়ের ছেলে (স্ট্যাম্প ভেন্ডার) প্রদিপ কুমার(৩৬) ও বাইশপুকুর গ্রামের মজিবর রহমানের ছেলে নজরুল ইসলাম(৪৬)। জানা যায় চক্রটি দীর্ঘদিন যাবত ভূয়া, দলিল নাম খারিজ, রেকর্ডসহ বিভিন্ন কাগজপত্র সৃষ্টি করে মানুষের সাথে প্রতারনা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছে।

অনুসন্ধানে জানা যায়, রফিকুল ইসলামের আপন বড়ভাই তৌহিদুল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের ভ’মি সহকারী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এছাড়ার চক্রটির সাথে ইউনিয়ন ভুমি অফিস, উপজেলা সহকারী ভুমি কমিশনার অফিস, সেটেল্টমেন্ট অফিস, জেলা রেকর্ড রুম অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন উপজেলার সাব রেজিষ্টারদের সাথে চক্রটির যোগসাজস রয়েছে।

ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন, প্রতারক চক্রটির নামে ডিমলা থানার এসআই জাহিদ হাসান বাদি হয়ে ১৮৬০ সালের পেনাল কোর্ট এর ৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২/৩৪ দঃবিঃ ধারায় ডিমলা থানার মামলা নং-১২, তারিখ-১১/১১/২২ নিয়মিত মামলা দায়ের করেন। এবং অপর আসামীদের বিরুদ্ধে পৃথক দুটি প্রতরনা মামলা রয়েছে। আসামীদের গ্রেফতার করে (১২ নভেম্বর) শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট