স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর পূর্ব বিটের আওতাধীন ২০২০ ও ২০২১ সালে ৪১ প্রজাতির মিশ্র চারা গাছ রোপন করে দেড় বছরে চোখ ধাঁধানো বনায়ণ করেছেন বিট অফিসার আইউব খান।
রাজেন্দ্রপুর পূর্ব বিটের আওতাধীন দলজোড়, হালুকাইদ বাজার, ইজ্জতপুর, কাপিলাতলী, নোওয়া গাঁও, ধলাদিয়া, ফাউগান, আতলড়া ও আশে-পাশের ২০ হেক্টর জমিতে গড়ে উঠেছে চোখ ধাঁধানো মিশ্র বনায়ন। এছাড়াও জবর দখল থেকে বন বিভাগের কয়েক একর জমি উদ্বার করে বনায়ন করা হয়েছে। রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা আইউব খান জানান, সকলের সহযোগিতায় বন বিভাগের জমি উদ্ধার করে, দেড় বছরে মিশ্র বাগান করতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, ঢাকা বন বিভাগের আওতাধীন রাজেন্দ্রপুর রেঞ্জের রাজেন্দ্রপুর পূর্ব বিটে আমি নতুন রূপে বন বিভাগের কয়েক হেক্টর জমি উদ্ধার করে এগুলোতে সুফল প্রকল্পের মিশ্র বনায়ন করি। বর্তমান সময়ে শ্রমিক দিয়ে আগাছা পরিষ্কার করার কাজ করছি।
বনের জমি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।