1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ঢাকা বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণসহ আটক ২ যাত্রী

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার সোহেল রানা:

বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণসহ ২ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ১ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কর্তব্যরত ফোর্সের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করলে, তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়।
পরে এপিবিএন অফিসে এনে শরীর তল্লাশি করা হলে, মো. হাছান (৩৯)-এর পরিহিত পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম এবং মো. শাহাজান (৪৯)-এর পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে উদ্ধার করা মোট ৮৯৬ (আটশ ছিয়ানব্বই) গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭ লক্ষ ৪ হাজার ৩০০ টাকা। স্বর্ণালঙ্কারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট।

জিজ্ঞাসাবাদে দুইজন জানায়, এই স্বর্ণ তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট