1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ঢাকা-১৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ববি হাজ্জাজ, মাঠে বিতর্ক

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি এখনো চূড়ান্ত করেনি তারা জোটগত না দলীয়ভাবে নির্বাচনে অংশ নেবে। এরই মধ্যে ঢাকা-১৩ আসন ঘিরে শুরু হয়েছে মনোনয়ন নিয়ে দৌঁড়ঝাঁপ। বিএনপির কাছ থেকে আসন ছাড়ের প্রত্যাশায় নাম উঠে এসেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের।

২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিষ্ঠিত এনডিএম মূলত ববি হাজ্জাজকে কেন্দ্র করেই টিকে আছে। তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, এ আসনে জনপ্রিয় নেতা ও মুক্তিযোদ্ধা আবদুস সালামই একমাত্র গ্রহণযোগ্য প্রার্থী। তিনি ইতোমধ্যেই ধানের শীষের প্রার্থী হিসেবে এলাকায় প্রচারে নেমেছেন এবং সাধারণ মানুষের আস্থাও অর্জন করেছেন।

তবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন—ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আবদুস সালামের পরিবর্তে ববি হাজ্জাজ মনোনয়ন পেতে পারেন। এমনকি আলোচনায় আছে মাওলানা মুমিনুল হকের নামও। সেক্ষেত্রে আবদুস সালামকে টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব কিংবা অন্য আসনে প্রার্থী করার আশ্বাস দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

স্থানীয় নেতাদের আপত্তি

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির দায়িত্বশীল নেতাদের বক্তব্য, এ আসনে ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়া হলে সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পাবে। কারণ, দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখা আবদুস সালামের বিকল্প এই এলাকায় নেই।

এছাড়া তারা অভিযোগ করেন, ববি হাজ্জাজের পারিবারিক যোগসূত্র আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ। তার বোন ন্যান্সি জাহারা আওয়ামী লীগ নেতা শেখ ফজলে ফাহিমের স্ত্রী। একই পরিবারের রাজনৈতিক সম্পর্ককে ঘিরে বিএনপি নেতাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। এমনকি জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকেও শেখ পরিবারের ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত করে নেতারা প্রশ্ন তুলেছেন—তিনি বিএনপির হাইকমান্ডে তদবির করছেন কেন।

বিএনপির কেন্দ্রীয় অবস্থান

কেন্দ্রীয় বিএনপি সূত্র জানায়, আসন্ন নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে—এমন সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। তবে সমমনা রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের বিষয়টি পুরোপুরি বাদ যায়নি। অন্য দল আসন চাইতে পারে, কিন্তু সেটি অবশ্যই নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে।

নেতাদের ভাষ্য, ঢাকার মতো গুরুত্বপূর্ণ আসনে ‘ওয়ান ম্যান শো’ ধরনের দলকে ছাড় দিলে তৃণমূলে ক্ষোভ বাড়বে। অন্য এলাকায় সমঝোতা করা গেলেও রাজধানীতে নিজেদের শক্ত ঘাঁটিতে বিএনপিকে ছাড় দেওয়া উচিত নয়।

তারা সতর্ক করে বলেন, যদি সবাই বিএনপির কাছ থেকে ছাড় পেয়ে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখে, তবে সেটা নির্বাচন নয়—বরং “সিলেকশন” হয়ে যাবে। তাই ধানের শীষ ছাড়া অন্য প্রতীকে যারা লড়াই করতে চান, তাদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

ববি হাজ্জাজের দাবি

অন্যদিকে ববি হাজ্জাজ বলছেন, ঢাকা-১৩ আসন নিয়ে তাকে ইতোমধ্যে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছে। তিনি এলাকায় সংগঠিতভাবে কাজও শুরু করেছেন।
সার্বিকভাবে, ঢাকা-১৩ আসন নিয়ে মনোনয়নপ্রার্থী ববি হাজ্জাজ ও জনপ্রিয় নেতা আবদুস সালামের দ্বন্দ্বে জমে উঠছে রাজনৈতিক অঙ্গন। শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেবে বিএনপি—সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট