সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দলীয় পদ-পদবী ফিরে পেলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ আছাদ মাতুব্বর। ২০ নভেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। খুশিতে আসাদ মাতুব্বরের কর্মী সমর্থকেরা মিষ্টি বিতরণ করেন।
বিজ্ঞপ্তিতর বলা হয়, "ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ফরিদপুর জেলাধীন সালথা উপজেলা বিএনপি'র সাবেক সদস্য মোঃ আছাদ মাতুব্বরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো"। এর আগে ২০২৪ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ উপজেলা পরিষদে নির্বাচন করার দায়ে তাকে বহিষ্কার করা হয়।
এই বিষয়ে পদ ফিরে পাওয়া বিএনপি নেতা আসাদ মাতুব্বর বলেন, সালথা উপজেলায় বিগত ১৫ বছরে আওয়ামী সরকার দ্বারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি আমি এবং আমার পরিবার। শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারনে আমি, আমার ভাই ও ভাতিজা সহ আত্মীয় স্বজন বিভিন্ন হামলা ও মামলার আসামি হয়েছে। গত ১৫ বছরে ২৪ টি মামলার আসামি হই এবং বিভিন্ন সময় হামলার শিকার হই।
তিনি আরও বলেন, আমি ২০১৪ সালে দলীয় সমর্থনে বিপুল ভোটে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই। এরপর পুনরায় ২০১৯ সালে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই। ভাইস চেয়ারম্যান থাকা কালিন ৫বছরের বেশি সময় বাড়ির বাইরে কাটিয়েছি। দল আমার সকল পদ-পদবী ফিরিয়ে দিয়েছে আমি অনেক খুশি। সকলেই আমার জন্য দোয়া করবে।