শেখ সাজেদুল হক(বোরাক)
রাজৈর প্রতিনিধি :--
রাজৈর থানার ইসুবপুর ইউনিয়নের নগর গোয়ালদী। জহুরুল ইসলাম (সিলন), ও নুরজাহান (কনা) দুই স্বামী স্ত্রী, মিলে নানান ভাবে মানুষকে কানাডা অস্ট্রেলিয়া মালটা ফিজি ও আমেরিকার লোভ দেখিয়ে বিভিন্ন কান্ট্রির কথা বলে, ৩৬ জনের কাছ থেকে, ৪ থেকে ৫ কোটি টাকা প্রতারনা করেছে এবং অনেক লোকদের কে চেক দিয়ে বিশ্বাস করানো হয়, এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করে। অসহায মানুষের জমিজমা ভিটা বাড়ি সুদ ও লোনের টাকার বোঝা বয়ে আসছে গত ২/৩ বছর ধরে। আমিনুল ফকির, ইমন হোসেন, ইমরান, সহ, অনেকে চেকের মামলা দেন, মাদারীপুর জজ কোর্টে সব গুলো মামলা হয় ও এক বছর ও ছয় মাস করে সাজা দেন আদালত। সিলনের আত্মীয়-স্বজনরা বলে, সিলন ইউরোপের মালটা তে আছে। সিলন ইউরোপের কোন এক প্রবামি লোকের সাহায্যে , ইউরোপিয়ান মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো ফেইসবুক ও মেসেঞ্জার এ্যাড করে, শুরু হয় আরো বেশি প্রতারনার ফাঁদ। ১৫/১১/২০২৫খ্রীঃ রোজ শনিবার মাদারীপুরর্্যাব ( ৮) এর সহযোগিতায় যশোরের শেয় প্রান্তের বডারের কাছে একটি হোটেল থেকে গ্রেফতার করেন। সাজা প্রাপ্ত দুই স্বামী স্ত্রী জহিরুল ইসলাম (সিলন) ও নুরজাহান (কনা) কে আটক করেছেন সিপিসি-৩। রাজৈর থানায় জানালে, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ হোসেন খানের নেতৃত্বের, এস আই খাইরুল বাশার ও এ এস আই মাসুদ আলম, সহ চার বিশিষ্ট দল গঠন করে, যশোরে পাঠান, এবং আসামিদের যশোর একটি হোটেল থেকে,সাজা প্রাপ্ত আসামি, জহিরুল ও তার স্ত্রী নুরজাহান কে গ্রেফতার করে নিয়ে আসে।১৬/১১/২০২৫ইং সকাল ১০ টার সময় রাজৈর থানা থেকে মাদারীপুর জেল হাজতে চালান করে দেয়।