স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলা, দেবিদ্বার উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যায় উপজেলার পৌর এলাকার ভোষনা বড়বাড়িতে। গত শুক্রবার ১৯ মে বিকালে, মোঃ নজরুল ইসলাম ছেলে, মহিউদ্দিন (২৪) (শিল্পপতি গোলাম মোস্তফা ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স জাকির হোসেনের ভাতিজা) একই বাড়ির ইউছুফ মিয়ার মেয়ে ছদ্মনাম সপ্না (৮) জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে বিষয়টি এলাকায় প্রকাশ হয়। অসুস্থ শিশুটিকে শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি ধর্ষিত হওয়ার পর থেকে'ই গ্রামের কথিত দালাল সর্দাররা ছেলের বাবা কে পাঁচ লক্ষ টাকা জরিমানা করে এবং ৩ লক্ষ টাকা বাক বাটোয়ারা করে ভিকটিমের বাবাকে ২ লক্ষ টাকা দিবে বলে বিষয়টি সমাধান করে, কিন্তু ভিকটিমের বাবাকে এক টাকাও দেয়নি, এবং আজ তিনদিন অতিবাহিত হলেও আইনগত কোন ধরনের শাস্তি স্বরূপ ব্যবস্থাও গ্রহণ করেনি। ভিকটিমের বাবা মোঃ ইউসুফ জানায়ঃ গ্রামের সিনিয়র সাংবাদিক, কাউন্সিলর সবার দ্বারে দ্বারে ঘুরেছি পায়ে ধরেছি, তারা এ ব্যাপারে কাউকে না-জানানোর শর্তে সমাধান করে দিবে বলে আশ্বাস দেয়, যদি বাড়াবাড়ি করি অথবা মামলা মোকদ্দমা করি গ্রাম ছাড়া করবে বলেও হুমকি ধমকি দেয়। তাই আমি নিজ ধর্ষিত শিশু মেয়েকে নিয়ে আজ তিন দিন যাবত নিরুপায় হয়ে ঘরেই বসে আছি,আইন গত কোন ব্যবস্থাও নিতে পারেনি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ খাদেমুল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষক মহিউদ্দিন পালিয়ে যায়। ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন রয়েছে ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।