আব্দুল আলিম (আরাফাত) কে নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছে। আব্দুল আলিম (আরাফাত)-এর সাংবাদিকতা ও সম্পাদনা কাজে কয়েক বছরের অভিজ্ঞতা রয়েছে। এই নতুন পদে, তিনি পত্রিকার মান উন্নয়ন এবং পাঠকদের জন্য আরও তথ্যবহুল সংবাদ পরিবেশনে নেতৃত্ব দেবেন।
আব্দুল আলিম (আরাফাত) বলেন, “দৈনিক গণতদন্তের মতো একটি স্বনামধন্য পত্রিকায় যোগ দিতে পেরে আমি আনন্দিত। আমি এই পত্রিকার সাফল্য অব্যাহত রাখতে এবং পাঠকদের জন্য আরও উন্নতমানের সংবাদ পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
দৈনিক গণ তদন্ত পত্রিকার জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা।
তার অভিজ্ঞতা এবং দক্ষতা পত্রিকাটিকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
যোগাযোগের জন্য:
আব্দুল আলিম (আরাফাত)
নির্বাহী সম্পাদক
দৈনিক গণতদন্ত পত্রিকা।
+৮৮০১৭৮৫৩৪৭০৬২