1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

দোয়ারাবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যুব জমিয়ত বাংলাদেশে’র আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দোয়ারাবাজার প্রেসক্লাবে যুব জমিয়ত উপজেলা শাখার সভাপতি যুবনেতা হাফিজ মাওলানা আব্দুল গফফার রায়হান’র সভাপতিত্বে ও মাওলানা জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র সভাপতি মাওলানা আব্দুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, ওমান জমিয়তের মহাসচিব মোহাম্মদ উল্লাহ আল হাসান। আরও বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আল আমিন সাদি, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ। উপস্থিত ছিলেন, মাওলানা জওহর আহমদ, ইব্রাহীম খান তারেক, হাফিজ সাইফুর রহমান, মাওলানা হাবীবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন,  ‘চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আজকের প্রজন্মের জন্য শুধু ইতিহাস নয়—এটি একটি জীবন্ত শিক্ষা। তারা দেখিয়ে গেছেন, অধিকার অর্জনে ভয় নয়, সাহস লাগে; আর ন্যায়ের পক্ষে দাঁড়াতে হলে জীবনকেও তুচ্ছ মনে করতে হয়।

আজ আমরা যদি তাঁদের রক্তে লেখা ইতিহাস ভুলে যাই, তবে তা হবে আমাদের আত্মঘাতী ভুল। শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতা নয়—তাঁদের আদর্শ বাস্তব জীবনে ধারণ করাই হলো প্রকৃত শ্রদ্ধা। আমাদের যুবসমাজকে সেই চেতনায় জাগ্রত করতে হবে। দেশপ্রেম, আত্মত্যাগ, নৈতিকতা ও নেতৃত্ব—এই চারটি স্তম্ভে গড়ে উঠুক আগামী প্রজন্ম। তাহলেই শহীদদের রক্ত বৃথা যাবে না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট