1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে দিলেন ক্রুষ্ণা, হতাশ ভক্তরা!

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৫২৭ বার পড়া হয়েছে

আসছে ভারতের সর্বাধিক জনপ্রিয় কমেডি শো, ‘দ্য কপিল শর্মা শো’। শো’টির চতুর্থ সিজনের প্রমো ভিডিও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। তবে এই মুহুর্তের অবাক করা খবর হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’ এর নতুন সিজনে থাকছে না ক্রুষ্ণা অভিষেক! স্বপ্নার চরিত্রে এই স্ট্যান্ড আপ কমেডি শো-তে ক্রুষ্ণা খুবই জনপ্রিয়তা পেয়েছিল। কপিলের শো এর অন্যতম আকর্ষণ ছিলেন তিনি।

যদিও ক্রুষ্ণা জানিয়েছেন যে চুক্তি নিয়ে কিছু সমস্যা থাকায় তিনি শো থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে এবার সামনে এল আসল কারণ। টাকা নিয়ে মন কষাকষিতেই ‘দ্য কপিল শর্মা শো‘ ছেড়ে দিচ্ছেন গোবিন্দার ভাগ্নে।
‘দ্য কপিল শর্মা শো’ এর সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানায়, ‘শো-র নির্মাতারা ক্রুষ্ণার সঙ্গে বসে ব্যাপারটা মেটাবার অনেক চেষ্টা করেছে। তবে সবচেয়ে যেটা বড় সমস্যা হচ্ছে তা হল পারিশ্রমিক। টাকার জন্যই কপিল শর্মা শো ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও আমাদের মনে আশা এই সমস্যা হয়তো জলদি মিটিয়ে নেওয়া সম্ভব হবে কিছু একটা করে। আর ক্রুষ্ণাও ফিরে আসবেন এই শো-তে। সম্ভাবনা একটা আছে, যা আমরা এখই উড়িয়ে দিতে পারি না।’

স্বপ্না চরিত্রে দর্শকদের মাতিয়ে রাখতেন ক্রুষ্ণা

এর আগে শোনা গিয়েছিল কপিল আর ক্রুষ্ণার মধ্যে নাকি ঝামেলা হয়েছে। আর তাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রুষ্ণা। যদিও এখন সেই তথ্য শুধুই ‘গুজব’ মনে হচ্ছে।
এই প্রসঙ্গে সেই সূত্র আরো জানিয়েছে, ‘কপিলের সাথে ক্রুষ্ণার ঝামেলা নেই। কপিল কিন্তু এই ‘শো’ এর প্রযোজক নন। তাই তাঁর সাথে টাকা-পয়সা নিয়ে ঝামেলা হওয়ার প্রশ্নই ওঠে না। ওরা দুজন একে অপরকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। এমনকি ওদের একসঙ্গে অস্ট্রেলিয়া যাওয়ারও কথা আছে শো করতে। সঙ্গে থাকবে কিকু শারদা আর চন্দন প্রভাকর। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিডনি আর মেলবর্নে পারফর্ম করবে ওরা।’

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট