ডাসার(মাদারীপুর) থেকে
মোঃ তমাল হোসেন।
দেশে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বেগম জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করছে বিএনপি।
শনিবার সকাল ৮ টার দিকে ডাসার উপজেলা বিএনপির উদ্যাগে একটি পদযাত্রা বের হয়ে কাজীবাঁকাই বালিগ্রামসহ প্রতিটি ইউনিয়নে শান্তিপূর্ণ পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর-০৩ আসনের বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী, আনিসুর রহমান তালুকদার খোকন।এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল,যুবদল বিএনপির অংঙ্গসংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।