নওগাঁ জেলা প্রতিনিধি:এস এ উজ্জ্বল,
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর এনায়েতপুর এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় রইচ উদ্দিন (৫৫) নামের এক মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রইচ উদ্দিন উপজেলার মহিষবাথান জেলে পাড়ার মৃত ছহির উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে জাল ও নৌকা নিয়ে নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। সন্ধ্যার দিকে এনায়েতপুর ব্রাহ্মণপাড়ার নদীতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রইচ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম জানান, গত বুধবার একই গ্রামের সাবেক মেম্বার রফিজ উদ্দিন তার ভগ্নিপতি রিয়াজুল ইসলাম মিথ্যা মাছ চুরির অভিযোগ এনে তার বাবাকে মারধোর ও হত্যার হুমকি প্রদান করে।
নিহতের কাঁধের পিছনে আমাদের চিহ্ন ছিল বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।