1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

নকলার নূরে আলম সিদ্দিক রুবেল পেলেন সফল আত্মকর্মীর জাতীয় পুরস্কার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

 

হেলাল উদ্দিন বাবু
নকলা (শেরপুর) প্রতিনিধি:
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে সফল আত্মকর্মী ক্যাটাগরিতে ১২ জন এবং যুব সংগঠক ক্যাটাগরিতে ৪ জনসহ মোট ১৬ জনকে দেওয়া হয়েছে জাতীয় যুব পুরস্কার-২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দেন।

ময়মনসিংহ বিভাগীয় কোটায় সফল আত্মকর্মী হিসেবে পুরস্কার পান শেরপুরের নকলা উপজেলার চরকৈয়া গ্রামের মো. নূরে আলম সিদ্দিক (রুবেল)। তিনি নূর এগ্রো ফার্মের স্বত্বাধিকারী, যেখানে পোল্ট্রি, ডেইরি, হ্যাচারি, মাছ চাষ ও ফলজ বাগান রয়েছে। বর্তমানে তাঁর মূলধন প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা এবং বার্ষিক নিট আয় ২৩ লাখ টাকার বেশি। তাঁর প্রতিষ্ঠান নূর এগ্রো ফার্মে কর্মসংস্থান হয়েছে ১৬ জনের, এছাড়া তাঁর পরামর্শে স্থানীয়ভাবে অন্তত ৫ জন আত্মকর্মী হয়েছেন।

স্মরণিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৮৪ সালের ১২ অক্টোবর জন্ম নেওয়া রুবেল পড়াশোনা শেষ করে বেকার জীবনে হতাশায় ভুগছিলেন। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে মাছ চাষ ও পোল্ট্রি প্রশিক্ষণ নিয়ে ৩০ হাজার টাকা পুঁজি দিয়ে মাত্র ৩০০টি মুরগি দিয়ে খামার শুরু করেন। ধীরে ধীরে ব্যবসা সম্প্রসারণ করে তিনি পোল্ট্রি ও ফিশ ফিড ব্যবসায়ও যুক্ত হন এবং সফলতা অর্জন করেন।

কর্মসংস্থান সৃজনের পাশাপাশি রুবেল সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, অসহায়দের সহায়তা, ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমে যুক্ত আছেন।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে রুবেল বলেন, “লেখাপড়া করলেই যে চাকরি করতে হবে, তা নয়। অল্প পুঁজি ও শ্রম দিয়ে যে কেউ স্বাবলম্বী হতে পারে। আমি বিশ্বাস করি, পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি—এর কোনো বিকল্প নেই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট