স্টাফ রিপোর্টারঃ
মোঃ সম্রাট তালুকদার
নড়াইলের কালিয়া উপজেলার , বল্লাহাটি গ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে দখলদারদের হামলায় কালিয়া উপজেলার সহকারি কমিশনার ( ভূমি) সহ দুই সাংবাদিক আহত হওয়ার ঘটনা ঘটেছে ।
সোমবার ( ৯ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় সহকারি কমিশনার ( ভুমি ) শেখ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযানে গেলে এ হামলার ঘটনা ঘটে ।
এ ঘটনায় , সহকারি কমিশনার শেখ আব্দুল্লাহ আল মামুন,দৈনিক খবরের জেলা প্রতিনিধি সাংবাদিক শেখফসিয়ার রহমান ও দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক জিহাদ হোসেন গুরুত্বর আহত হয়েছেন ।
আহতরা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসাপাতালে ভর্তি রয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা যায় ,উপজেলার বল্লাহাটী গ্রামে দীর্ঘদিন যাবত কিছু অবৈধ দখলদাররা ১নং খাস খতিয়ানভুক্ত জমি দখল করে পাকা স্থাপনা তৈরী করে রেখেছে , এ অভিযোগের ভিত্তিতে উচ্ছেদ অভিযানে গেলে অবৈধ দখলদাররা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিকদের উপর চড়াও হয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে,
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশ্ববর্তি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসাপাতালে ভর্তি করে ,
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি ।