1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

নবীনগরে তালের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

 

মো:দেলোয়ার হোসেন
নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি।

উপজেলা কৃষি প্রণোদনা পূর্নবাসন কর্মসূচির আওতায় নবীনগর উপজেলায় উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে রাধিকা-শিবপুর-মহেশ-বড়াইল সড়কপথে ২০০ টি তালের চারা রোপণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটন জানান, তাল গাছ আমাদের পরিবেশের বন্ধু। এর শিকড় মাটির ক্ষয় রোধ করে, আর পাতা ছায়া দেয়। এমনকি বজ্রপাত প্রতিরোধে তাল গাছের ভূমিকা রয়েছে—বিজ্ঞান বলছে, উঁচু ও একক অবস্থানে থাকা তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক। নবীনগর উপজেলায় ২০০ টি তালের চারা এবং বেড়া একযোগে স্থাপন করা হয়েছে। আশাকরি সরকারের পাশাপাশি এই বর্ষা মৌসুমে স্থানীয় উদ্যোগেও তালের চারা রোপণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব চৌধুরী জানান, তাল রোপণের পাশাপাশি সরকারের প্রণোদনার আওতায় নবীনগর উপজেলা থেকে ১৭০০ জন শিক্ষার্থীদের মাঝে চারটি করে নিম, বেল, জাম, কাঠালের চারা বিতরণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই উদ্যোগ ভালো ভূমিকা পালন করবে।

তালের চারা রোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আহসানউল্লাহ সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব শাহআলম মজুমদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব পরিমল চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি অফিসার জনাব নূর নবী, জনাব ফারুক আহমেদ, জনাব জাহিদুল ইসলাম, স্থানীয় কৃষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট