নওগাঁ প্রতিনিধিঃ
নাপা সিরাপে ১৫ টাকা বেশি, জরিমানা ১৫ হাজার
নওগাঁর সাপাহারে নাপা সিরাপের নির্ধারিত মূল্যের চেয়ে ১৫ টাকা নেওয়ার অপরাধে এক ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা সদরের মেইন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা। তিনি বলেন, আগের উৎপাদিত নাপা সিরাপের দাম ২০ টাকা হওয়া সত্ত্বেও প্যাকেটের গায়ে সেই দাম মুছে ৩৫ টাকা মূল্য লিখে রাখার অপরাধে পপুলার মেডিসিন কর্নারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা অভিযান চলাকালে মাইকিং, লিফলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত ও সচেতন করার চেষ্টা করছি।
এসময় থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।