1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

নিরাপদ সড়ক চাই এই স্লোগানে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে


‎মো: জাহেদ আলম (সাগর) টেকনাফ-উখিয়া কক্সবাজার।

‎অদ্য ০৭ জুলাই (সোমবার) সকাল ১১টার দিকে SOC – Shadow of Change এর উদ্যোগে এবং আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব ও প্রজন্ম ফাউন্ডেশন-এর সহযোগিতায় “পালংখালী বাজারসংলগ্ন এলাকায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ” বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) “র” সাথে সৌজন্য মূলক স্মারকলিপি প্রদান ও এক গঠনমূলক আলোচনায় বসে এই ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল গন।

‎এসময় আমরা ১০ দফা সুপারিশ ও দাবিসহ স্মারকলিপি প্রদান করা হয়। তাঁদের প্রস্তাবিত সুপারিশসমূহ ছিলো:

‎পালংখালী বাজারসংলগ্ন এলাকায় জরুরি ভিত্তিতে স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার স্থাপন।পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেব্রা ক্রসিং ও ট্রাফিক সাইন বোর্ড স্থাপন।
‎স্কুল ও মাদ্রাসার সময়কালীন যান চলাচলে নিয়ন্ত্রণ আনতে স্বেচ্ছাসেবক দল বা ট্রাফিক পুলিশ মোতায়েন।
‎বাজারের ব্যস্ত অংশে (বিশেষত বটতলী রোড ও মূল সড়কে) টমটম/সিএনজি পার্কিং নিষিদ্ধ করে নির্ধারিত স্থান নির্ধারণ।
‎হাইওয়ে থেকে টমটম চলাচল নিয়ন্ত্রণ, এবং ১৮ বছরের কম বয়সী ও রোহিঙ্গা চালকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।
‎মূল সড়কে ফুটপাত দখল, অস্থায়ী দোকান ও হকার, বালি ও মালবাহী যানবাহন রেখে রাস্তা বন্ধ করা বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ।
‎সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা: ব্যানার, ফেস্টুন, র‍্যালি ও লিফলেট বিতরণ।
‎মানববন্ধন ও গণসচেতনতা কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা ও উপস্থিতি।
‎স্থানীয়ভাবে একটি ‘ট্রাফিক মনিটরিং সেল’ গঠন, যা নিয়মিতভাবে যান চলাচল তদারকি করবে।
‎পরিবহন চালকদের জন্য বিশেষ সচেতনতামূলক সভা ও প্রশিক্ষণের ব্যবস্থা।

‎সাক্ষাৎকালে UNO বলেন,তাদের সব দাবির প্রতি আন্তরিক একাত্মতা প্রকাশ করেন এবং বিশেষ করে ১, ২, ৩, ৪, ৬ ও ৯ নম্বর সুপারিশসমূহ অতি দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
‎অন্য দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

‎এসময় দাবি বাস্তবায়ন কারীরা বলে,আমরা বিশ্বাস করি, আজকের এই উদ্যোগের মাধ্যমে পালংখালী বাজারসংলগ্ন এলাকায় দীর্ঘদিনের অব্যবস্থাপনার অবসান ঘটবে এবং নতুন করে নিরাপদ সড়কের সম্ভাবনা তৈরি হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট