স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলায় শামুকখোলা গ্রামের কাওলিডাঙ্গা বিল থেকে রক্তাক্ত অবস্থায় সালমান খন্দকার (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত সালমান উপজেলার শামুকখোলা গ্রামের মৃত আব্দুল খালেক খন্দকারের ছেলে। পরিবার জানিয়েছে, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) রাতে বন্ধুদের সঙ্গে পিকনিকে অংশ নেয় সালমান। রাত আনুমানিক ১২টার দিকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার কিছুক্ষণ পর অজ্ঞাত এক ব্যক্তির ফোনকল আসে তার মোবাইলে। এরপরই বাড়ি থেকে বের হয়ে যায় সে।
পরদিন শুক্রবার (৯ মে) সকালে কাওলিডাঙ্গা বিলের মাঝখানে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবার দাবি করেছে, সালমানের সঙ্গে গ্রামের কয়েকজনের পূর্ব শত্রুতা ছিল। তারা ধারণা করছেন, পূর্ববিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সালমানকে।
এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, “এটি একটি নির্মম হত্যাকাণ্ড। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।”
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।