প্রোটেষ্টিং চিলড্রেন ফ্রম টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেয়ারেন্স " বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ ইং উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর সহযোগিতায় গতকাল ৩১শে মে শুক্রবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে ব্যানার সংবলিত একটি বনাঢ্য র্যালী বের হয় এবং র্যালীটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জি. আর সারোয়ার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) এ.বি.এম সারোয়ার রাব্বী, পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোহাম্মদ রেজওয়ানুল কবীর। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন পদায়নের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার বলেন, বর্তমান সমাজের জন্য তামাকজাত পণ্য গুলো যুব সমাজসহ দেশের অভ্যান্তরিত জনবল ক্রমান্বয়ে ধ্বংশের দিকে যাচ্ছে। তাই তামাক উৎপাদন, নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণ বন্ধ করতে হবে। এ বিষয়ে সরকারের পাশাপাশি জনসাধারণকে এগিয়ে আসতে হবে।