ইয়াছিন শরীফ অনিক,
স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সোনাইমুড়ী ১নং জয়াগ ইউনিয়নে পুলিশি অভিযানে চোরাই মোটরসাইকেল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫জানুয়ারী) বিকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাকিব (২৫) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি রাকিব আমকি গ্রামের মৃতঃ লোকমান হোসেনের ছেলে।
সোনাইমুড়ীর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জিয়াউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য বলে জানা যায়। তিনি আরো বলেন বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তার নিজ বসত ঘরের ভিতরে মোটরসাইকেল সহ অবস্থান করছে। পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করে এবং তার সহযোগী কৌশলে পালিয়ে যায়। বাকী সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।