1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

নোয়াখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৮ডাকাত গ্রেফতার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

ইয়াছিন শরীফ অনিক,
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) ভোর রাতের দিকে উপজেলার বজরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন, মো.ইলিয়াছ হোসেন ওরফে সোহাগ (৩৫), মো.রাশেদ (২৫), মো.সাদ্দাম (২৮), মো.তানিম (২২), আব্দুর রহিম ওরফে আরফান (২৪), মো. সুমন (২৬), মো. খোকন (২২), মো.আল আমিন (২৭)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন এসআই বাসির উদ্দিন, এসআই মাসুম, এ এসআই ইব্রাহিম ভূঁইয়াসহ সঙ্গী ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।

এ সময় দুটি পাইপগান, ১টি হাতুড়ি, ১টি চাইনিজ কুড়াল, ২টি কিরিচ, দুটি মোবাইল, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট