মোঃইমরান হোসেন কাজলঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) এর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর পক্ষে প্রচার প্রচারণার শেষ দিনে প্রায় পাঁচ হাজার নেতা কর্মী নিয়ে জেলা শহর মাইজদীতে লিফলেট ও গণসংযোগ করেছেন জেলা আওমীলীগের হেভী ওয়েট নেতা, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মনছুরুল হায়দার জিতু।
নোয়াখালী-৪ আসনের প্রত্যেকটি ইউনিয়নে নৌকার পক্ষে লিফলেট ও পথসভা।
প্রচারণার প্রথম দিন থেকে তিনি নিরবিচ্ছিন্ন ভাবে নোয়াখালী-৪ আসনের প্রত্যেকটি ইউনিয়নে নৌকার পক্ষে লিফলেট, পথসভা, জনসংযোগ করেছেন, গিয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে। একান্ত সাক্ষাৎকারে এ তরুন আওমীলীগ নেতা আমাদের জানান, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করছি সেই ছাত্র জীবন থেকে, জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, নোয়াখালীর-৪, সদর সুবর্নচরের উন্নয়নের রূপকার, আমার নেতা একরামুল করিম চৌধুরীর বিষয়ে আমি আপোষহীন। ইনশাআল্লাহ ৭ তারিখ নৌকার বিজয় নিয়ে এক সাথে ঘরে ফিরবো।