চোরে শোনে না ধর্মের কাহিনী’। এমনি ঘটনা ঘটেছে নোয়াগাওঁ গ্রামে আল মদিনা জামে আনুমানিক ধারনা করা যাচ্ছে প্রায় ৫ হাজার টাকার মত চুরি হয়েছে ধারনা করা হচ্ছে। চোরের দল মসজিদের দান বাক্সের তালা ভেঙে প্রায় টাকা চুরি করে নিয়ে গেলে।। শুক্রবার সকালে আল মদিনা জামে মসজিদের মুয়াজ্জিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃস্হপতিবারে রাতে কোনো এক সময় চোরেরা এ ঘটনা ঘটায়। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।আল মদিনা মসজিদের সেক্রেটারি মোঃ আকরাম হোসেন দৈনিক গনতদন্তকে জানান। এলাকার মাদকসেবীরা এ চুরির সাথে জড়িত। তবে, যারাই জড়িত থাক না কেন মসজিদে চুরি একটি ন্যক্কারজনক কাজ।
, এটি চোরের কাজ না। মাদকসেবীদের কাজ। চোরেরও ধর্ম আছে, তারা এ কাজ করতে পারে না। তবে, এলাকায় খোঁজ খবর নেয়া হচ্ছে। জড়িতদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে।
একই দিন ওই এলাকার অন্য আরো দুইটি জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটায় শংকিত এলাকাবাসি।