1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পঞ্চগড়ের বোদায় অবৈধ কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের বোদায় অবৈধ কারখানা বন্ধের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর একটায় সচেতন নাগরিক সমাজ ও নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা বোদা উপজেলা মডেল মসজিদের সামনে এশিয়ান হাইওয়েতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে।

 

মানববন্ধনে নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আবুল হোসেন শিলন, সমাজ সেবক মো. ইউছুফ আলী, সামিউল ইসলামসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

 

এসময় বক্তারা বলেন, বোদা মডেল মসজিদের পাশে সাইফুল কনস্ট্রাকশান ট্রেডার্স নামের একটি কারখানায় বিটুবিন, প্লাস্টিক ও পুরনো জুতা পুড়িয়ে পরিবেশ দূষণ করছে। কারখানাটির বর্জ্যরে দুর্গন্ধ, সৃষ্ট ধুলা বালি ও বিষাক্ত কালো ধোঁয়ার কারনে পাশে থাকা নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পড়াশোনায় ব্যঘাত ঘটছে। এলাকাবাসীর বসবাস দূর্বিষহ হয়ে পরেছে।

 

এসময় বক্তারা আরও বলেন, বোদা পৌরসভায় কয়েক বার লিখিত অভিযোগ করার পরেও পৌরসভা কতৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। কারখানাটির কয়েক গজের মধ্যে মডেল মসজিদ, বোদা পৌরসভার কার্যালয়, নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংধনু কিন্ডারগার্টেন, সাবাব পেট্রোল পাম্প ও প্রায় দশটি ছোট-বড় হোটেল রয়েছে।

 

এলাকাবাসী ও স্কুলের কোমলমতি শিশুরা অনতিবিলম্বে কারখানাটি অনত্র সরীয়ে নেয়ার দাবি জানান প্রশাসনের কাছে। অন্যথায় কঠিন কর্মসূচি হাতে নেয়া হবে বলে বিক্ষোভ কারীরা জানান। মানববন্ধনে নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সমাজ কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট