এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় ২০০ পিচ ট্যাপেন্ডাডলসহ মোহাম্মদ সবুজ আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে বড়শশী ইউনিয়নের আরাজি মারিয়া সরকার পাড়া থেকে মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল বিক্রির সময় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপনসূত্রে খবর পেয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোজাম্মেল হকের নির্দেশে এস আই মো. আব্দুস সালাম এর নেতৃত্বে সঙ্গী অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে বড়শশী ইউনিয়নের আরাজি মারিয়া সরকার পাড়া জামে মসজিদের সামনে থেকে মাদকদ্রব্য বিক্রি করার সময় ২০০ পিস ট্যাপেন্ডাডলসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ সবুজ আলীকে আটক করে। মোহাম্মদ সবুজ আলী বোদা উপজেলার সামেরডাঙ্গা গ্রামের মো. তোতা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক ২০০ পিস ট্যাপেন্ডাডলহ মোহাম্মদ সবুজ আলী নামের মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে বোদা থানার মামলা নং-১৩, তাং-১৬/১২/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৯(ক) রুজু করা হয়। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক যোগদানের পর থেকে মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।