1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পঞ্চগড়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৪ বার পড়া হয়েছে

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কবরস্থানের ১০টি পুরোন কবর থেকে কঙ্কাল চুরি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে আটোয়ারী উপজেলাধীন বোদা পৌরসভার সাতখামার ঝলঝলি কবরস্থানে এ ঘটনাটি ঘটে।

 

স্থানীয়রা জানান, গত সোমবার বিকেলে একজনের মাকে কবরস্থ করা হয়। সে মঙ্গলবার সকালে মায়ের কবরে বাঁশের বেরা দিতে এসে অন্য কবরের মাটি সরানো দেখতে পায়। এতে তার সন্দেহ হলে লোকজনকে খবর দেয়। লোকজন এসে দেখতে পায় প্রায় ১০টি কবরের মাটি সরিয়ে কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি জানা জানি হলে কবরস্থানে হাজার হাজার মানুষ ভিড় জমায়। এসময় কবরস্থানের পুকুর পারে পরনের কিছু কাপড় পরে থাকতে দেখতে পায়। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে একটি সংঘবদ্ধ কঙ্কাল চুরির দল এ ঘটনাটি ঘটিয়াছে।

 

খবর পেয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মো. মুশফিকুল আলম হানিফ ও আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, বোদা পৌর আওয়ামী সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা, স্থানীয় পৌর কাউন্সিলর শাহনাজ সিরাজ ঘটনা স্থান পরিদর্শন করেন।

 

উল্লেখ্য, গত বছরেও পঞ্চগড় জেলার বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট