1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পটুয়াখালীতে আওয়ামিলীগ নেতার ইন্দনে বিএনপি নেতার ওপর হামলা ও জীবননাশের হুমকি: সংবাদ সম্মেলনে অভিযোগ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম হাওলাদার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এবং জীবননাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।

এ বিষয়ে শনিবার (১৯ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক মতাদর্শের কারণে আওয়ামী লীগ সমর্থিত একটি সন্ত্রাসী চক্র তাকে বারবার হুমকি, নির্যাতন এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে আসছে।
মো. নজরুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনের ভগ্নিপতি মোঃ জাকির ও তার অনুসারীরা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে একাধিকবার জোরপূর্বক অর্থ আদায় করে এবং ভয়ভীতি দেখায়। সর্বশেষ গত ১৫ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে, তিনি মোটরসাইকেলে শহরে যাওয়ার পথে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাঁকড়াবুনিয়া এলাকায় তার গতিরোধ করে। এরপর সন্ত্রাসীরা তাকে টেনে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে এবং মাথায় সাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এসময় তার সাথে থাকা জমি কেনার জন্য রাখা নগদ ১ লাখ ৫১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
তিনি জানান, আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে ফিরে পটুয়াখালী সদর থানায় জাকিরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে মামলা করার পর থেকে অভিযুক্তরা তার পরিবারকে একের পর এক প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
নজরুল ইসলাম বলেন, তারা আমাকে ও আমার ছেলেকে হত্যার হুমকি দিচ্ছে। বলছে, বিএনপি ক্ষমতায় আসছে মনে করে মামলা করছিস, তোকে আর তোর পোলারে মেরে ফেলব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কমলাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন মৃধা, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিজাম হাওলাদার, ভুক্তভোগীর ছেলে মোঃ আল-আমিন হাওলাদারসহ স্থানীয় সাংবাদিকরা।
তিনি আরো অভিযোগ করে বলেন, স্থানীয় প্রশাসন এখনো অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বাঁচতে চাই। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, দয়া করে এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট