মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে এবং প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে এবং প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায়, প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস বিসিক শিল্প নগরী পটুয়াখালীর হল রুম থেকে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বিসিক শিল্প নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই কেন্দ্রে এসে শেষ হয়। র্যালি পরবর্তী সময়ে সেমিনারের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহসান হাবিব এ,জি,এম প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস, এবং আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুর রউফ তোফাজ্জল বাদশা মিয়া ম্যানেজিং ডিরেক্টর,প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস,
বক্তব্য তিনি বলেন, প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি ও আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সমন্বয়ে ঔষধ উৎপাদনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ও অত্র প্রতিষ্ঠান ইতিমধ্য দুইশত পুরুষ এবং মহিলার কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে যা এলাকার অর্থ সামাজিক অবস্থার উন্নয়নের ব্যাপক ভূমিকা পালন করছে এছাড়াও বিদেশের বাজারে ঔষধ রপ্তানি করার জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন কার্যক্রম ইতিমধ্য সম্পন্ন করেছে, এবং তিনি প্রতিষ্ঠানটি তিল তিল করে গড়ে তুলেছেন তার বিভিন্ন ইতিহাস তুলে ধরেন এবং এন্টিবায়োটিক সংক্রান্ত সচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন পশু-পাখি মাছ বা গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে এন্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার বন্ধ করা ইত্যাদি আলোচনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক "সিকদার কামরুল ইসলাম" তিনি বলেন, সমাজে এন্টিবায়োটিক ব্যবহারে দীর্ঘদিন ধরে ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে, যা এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। অনেকেই সামান্য অসুস্থতায়ও নিজেরাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই এন্টিবায়োটিক গ্রহণ করেন। তাই এই প্রবণতা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি চিকিৎসকদেরও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সকল উপজেলার পল্লী চিকিৎসক এবং ফার্মেসি ব্যবসায়ীগণ আলোচনা সভার শেষে মধ্যাহ্নভোজ ও
প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরিটি পরিদর্শন এবং সকল উপস্থিতিদের উপহার সামগ্রী প্রধানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।