মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ মুজাহিদ কমিটি পটুয়াখালী জেলা শাখার আয়োজিত ওয়াজ মাহফিল ও মুজাহিদ সম্মেলন মানুষের ঢলে জনসমুদ্রে পরিনত হয়েছে।
এ জনসমুদ্রে প্রধান অতিথি চরমোনাই পীর, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পতিত ফ্যাসিস্ট সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, ১৯৮৭ থেকে ২০২৫ পর্যন্ত অনুকূলে নয় প্রতিকূল পরিবেশে আওয়ামী লীগ লড়ায়, বিএনপি লড়ায়, এখন আবার কিছু জাতি ভাইয়েরা লড়ায় আছি কোন কায়দায়। এ প্রসঙ্গে তিনি বলেন কুমির পানিতে থাকে তার শীত-গরমের কি আছে!
তিনি ২১ নভেম্বর রাতে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে জেলা মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান বোখারী এর সভাপতিত্বে ওয়াজ মাহফিল ও মুজাহিদ সম্মেলনে প্রধান অতিথির বয়ানে এ কথা বলেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাইর খলিফা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান খান, মুজাহিদুল কমিটি বরিশাল শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুল হক মানিক, আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মজিবুর রহমান, জেলা মুজাহিদ কমিটির সাধারন সম্পাদক ডাবলুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ জিহাদী। আরও আলোচনা করেন মুজাহিদুল কমিটি সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল গনি শিকদার, জেলা মুজাহিদ কমিটির কোষাধ্যক্ষ ফোরকান আহমাদসহ মুজাহিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি চরমোনাই পীর, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম কোন দলের নাম উল্লেখ করে বলেছেন ৫ আগস্টের পর শহীদ ও আহতদের পরিবার তাদের ছেলে সন্তান ও স্বজন হারানোর বেদনায় কান্না, তখন শুরু করেছে চাঁদাবাজি, দখলবাজি, মামলা বানিজ্য সহ নানা অপকর্ম। যারা চাঁদাবাজি, দখলবাজি করে তারা ইবলিশ শয়তান। সৎ লোকের সাথে থাকলে মানুষ সৎ হয়, আর অসৎ লোকের সাথে থাকলে অসৎ হয় মানুষ। রাত সাড়ে ১০ টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করে তওবা পড়ান চরমোনাই পীর, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এর আগে তিনি পটুয়াখালীর- ৩ ও ৪ আসনে তাদের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।