মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় ৮৫ পিস ইয়াবাসহ বেল্লাল হোসেন বিল্লু নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুয়াকাটার নবীনপুর এলাকায় মহিপুর থানা পুলিশের এস আই শামসুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । বিষয়টি অভিযান পরিচালনাকারী এস আই শামসুল ইসলাম নিশ্চিত করেন। আটককৃত বিল্লু মহিপুর থানার পূর্ব আলীপুর গ্রামের আকবর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিল্লু কুয়াকাটার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নিয়ন্ত্রণ করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— মহিপুর থানার জিআর নং ১৩০/২০ (কলা:)
জিডি নং ৬৮/২১, তারিখ: ২ মার্চ ২০২১ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪০/৪১ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এজাহারে অভিযুক্ত ও মহিপুর থানার এফআইআর নং ২৪/৪৬,তারিখ: ২৮ মার্চ ২০২০
চার্জশিট নং ৪৬,এজাহারে অভিযুক্ত তারিখ: ৩০ মে ২০২০। কিছুদিন পুলিশের নজরদারিতে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাব্বত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি বিল্লুকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, মহিপুর এলাকা মাদকমুক্ত করতে পুলিশের এ বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।