
মোঃগোলাম রাব্বী স্টাফ রিপোর্টার :-
পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের একটি টীম গতকাল( ১৭ ডিসেম্বর ‘২০২৫) গভীর রাতে মহিপুর থানার এস আই আবুল কালাম আজাদের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ মহিপুর থানাধীন মহিপুর সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নিজশিববাড়ীয়া গ্রামে ডেভিল হান্ট কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃমহিউদ্দিন ফরাজী(৫১), (পিতা-মৃত: লতিফ ফরাজী, মাতা- শাফিয়া বেগম) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মহিপুর থানার মামলা নম্বর-১২ তারিখ২৭/৮/২০২৪ইংধারা১৪৩/১৪৮/৪৪৮/৩২৩/৩৭৯/৩৮০/৪২৭/১০৯/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক আইনের ৩এ/৬ ধারা।
মহিপুর থানার এস আই আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত মো:মহিউদ্দিন ফরাজী কে আজ আইনী প্রক্রিয়ার জন্য আদালতে তোলা হবে।