মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী জেলায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার – ভিত্তিক সহিংসতা প্রতিরোধ: বর্তমান অবস্থা, সুযোগ, চ্যালেঞ্জসমূহ এবং উত্তরনের উপায় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এসডিএ রিসোর্স সেন্ট্রারে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) কর্তৃক আয়োজিত সংলাপে স্বাগত বক্তব্য রাখেন,শুকতারা মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসি’ প্রধান নির্বাহী পরিচালক এ.এইচ. এম বজলুর রহমান।
স্পিডট্রাস্টের মিশন হেড এএইচএম সামসুল ইসলাম দিপু এর সঞ্চালনায় সংলাপে অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার নুসরাত জাহান এথিনা, জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক সাইফুদ্দিন আল মাদনী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা, ওসিসি’র প্রোগ্রাম অফিসার মোঃ রফিকুল ইসলাম।
আলোচনায় অংশগ্রহন করেন রেসিডিয়েন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, কলাগাছিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী মিলি, ব্লাস্টের কো- অর্ডিনেটর এ্যাডঃ আবু বকর সিদ্দিক, এপিপি এ্যাডঃ ফরিদউদ্দিন, এ্যাডঃ চান চান রাখাইন, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ, দুমকি প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন, খাদিজা বেগম প্রমুখ। সংলাপে বিভিন্ন শ্রেনী পেশার ৪০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।