1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পটুয়াখালীতে “বগা সেতু” বাস্তবায়ন দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- দুমকী, বাউফল, দশমিনা ও গলাচিপা—এই চার উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি “বগা সেতু”দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্দন কর্মসূচী পালিত।

বৃহস্পতিার (১৫ মে) সকাল ১০টায় পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের সামনে “বগা সেতু” বাস্তবায়ন পরিষদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বগা সেতু বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ রুম্মান, সদস্য মোহাম্মদ সাইদুর রহমান খান, এডভোকেট মো. রুহুল আমিন, শাহাবুদ্দিন সাবু, সবুজ তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, লোহালিয়া নদীর ওপর বগা সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে গতি সঞ্চার হবে।

সদস্য সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ রুম্মান জানান, ২০১৬ সালে চীনা প্রতিনিধি দলের সামনে বগা সেতুর গুরুত্ব তুলে ধরা হয় এবং ২০১৭ সালে বেকুটিয়ার সঙ্গে বগা সেতুরও সমঝোতা স্বাক্ষর হয়। কিন্তু পরিতাপের বিষয়, বেকুটিয়া সেতুর কাজ ২০১৮ সালেই শুরু হলেও বগা সেতুর ডিপিপি এখনো সম্পন্ন হয়নি।

বক্তারা অবিলম্বে বগা সেতু’র ডিপিপির কাজ সম্পন্ন করে প্রধান প্রকৌশলীর দপ্তরে প্রেরণের দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট