1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পটুয়াখালীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে জেলার সকল সাংবাদিকদের উদ্ধোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।

১০ আগস্ট রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় পটুয়াখালী সকল সাংবাদিকদের যৌথ উদ্যোগে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি হয়। কর্মসূচির প্রাথমিক পর্যায় আলোচনা শেষে তুহিন হত্যার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দিয়ে  মিছিলের মাধ্যমে  পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য ও আলোচনার মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত মানববন্ধনকে সফল করার লক্ষে পটুয়াখালী  জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার স্টাফ রিপোর্টার, জেলা-উপজেলা প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একজন মানুষের জীবন শেষ করা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর ও রাষ্ট্রে সরাসরি আঘাত করা। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে দ্রুত ফাঁসি কার্যকর  করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সকল সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়নের জোর দাবি তোলেন।

মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন, সম্প্রতি দেশে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, মিথ্যা মামলা ও প্রাণনাশের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তারা বলেন, এ ধারা চলতে থাকলে গণমাধ্যমের স্বাধীনতা চরমভাবে হুমকির মুখে পড়বে এবং সত্য প্রকাশে বাধাগ্রস্ত হবে।
এসময়, বিশেষ উল্লেখযোগ্য বিষয় হিসেবে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকর সহ তার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা প্রদানেরও দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট